চালু হলো বিকাশ বিজনেস ড্যাশবোর্ড
অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং গ্রাহকদের মধ্যে লেনদেন আরও সহজ করতে প্রথম বারের মতো বিকাশ নিয়ে এলো ‘বিজনেস ড্যাশবোর্ড’ সেবা। এই বি-টু-বি (বিজনেস টু বিজনেস) সেবার কল্যাণে এখন উদ্যোক্তারা বিকাশ পেমেন্ট লিংক এর মাধ্যমে সহজেই পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
বিকাশ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এছাড়া অ্যাকাউন্ট ব্যালেন্সসহ লেনদেনের সব বিবরণ দেখতে পারবেন তার বিজনেস ড্যাশবোর্ড থেকেই। ফলে অনলাইনভিত্তিক ব্যবসায়ীদের আর্থিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে এবং ব্যবসা পরিচালনা হবে আরও দক্ষ ও সাশ্রয়ী।
ড্যাশবোর্ডের মাধ্যমে পেমেন্ট লিংক পেতে উদ্যোক্তাকে প্রথমেই মার্চেন্ট অ্যাকাউন্ট বা পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট এবং সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ বা নিবন্ধন করতে হবে business.bkash.com -এই ওয়েবসাইটে। নিবন্ধন সম্পন্ন হলে পাওয়া যাবে ‘পেমেন্ট লিংক’ যা ম্যাসেজিং প্ল্যাটফর্ম, এসএমএস বা ই-মেইলের মাধ্যমে শেয়ার করে নেওয়া যাবে পণ্যের পেমেন্ট।
এদিকে ড্যাশবোর্ড সেবা চালু উপলক্ষে মার্চেন্টরা পাচ্ছেন ১০০ টাকা বোনাস। বিকাশ বিজনেস ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করার পর পেমেন্ট লিংক দিয়ে প্রথম বার ন্যূনতম ১০০ টাকার পেমেন্ট সম্পন্ন হলেই মার্চেন্ট পাবেন এই বোনাস। এই অফারটি চলবে পরবর্তী ঘোষণা পর্যন্ত।
এমএইচআর/জিকেএস