ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বোরোর চরের কাঁচামরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে

সালাহ উদ্দিন জসিম | ময়মনসিংহ ঘুরে | প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৯ ডিসেম্বর ২০২১

ময়মনসিংহ সদর উপজেলার বোরোর চরের সবজির খ্যাতি দেশজুড়ে। এখানকার কাঁচামরিচ দেশ ছাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপেও। ইতোমধ্যে ৬০ জনেরও বেশি কৃষককে নিয়ে তিনটি রপ্তানিকারক টিম করা হয়েছে। সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ নিয়ে বেশ অগ্রসরও হয়েছে।

বোরোর চরসহ সদর উপজেলা ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষে তৈরি হয়েছে বিশাল সবজি হাব বা কেন্দ্র। চোখ যত দূর যায় এলাকাজুড়েই কেবল সবুজ আর সবুজ। সবজি আর সবজি। স্থানীয়রা জানান, নানা জাতের সবজি হয় সেখানে; কাঁচামরিচ, বেগুন, টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি প্রভৃতি।

jagonews24

সরকারি হিসাবে, গত বছর উপজেলায় তিন হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এবার আরও বেশি জায়গাজুড়ে চাষ হচ্ছে। এর মধ্যে বোরোর চর ইউনিয়নে শুধু কাঁচামরিচই চাষ হয়েছে ৪২০ হেক্টর জমিতে। ফলন বেশি, লাভও অনেক। তাই দিন দিন বাড়ছে সবজি চাষের এলাকা।

বোরোর চরে নিজের মরিচক্ষেতে কাজ করছিলেন চাষি কামরুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, ‘এ বছর চার বিঘার মতো জমিতে চাষাবাদ করেছি। ফুলকপি আর মরিচ। এখানে দুই বিঘা জমিতে শুধুই কাঁচামরিচ ।’

jagonews24

কামরুল বলেন, ‘ছয় থেকে সাত মাস এই মরিচ গাছ টিকবে। সেপ্টেম্বরে লাগানো হয়েছে। কিছু মরিচ বিক্রি করেছি। দুই বিঘা জমি থেকে আশা করছি ১০ বা ৭ দিন দিন পরপর প্রতি তোলায় ৫৪ মণ করে মরিচ পাবো। প্রথমে মণ বিক্রি করেছি ৪ হাজার ৭০০ টাকায়। গত বাজারে কমে হয়েছে ২ হাজার ১০০ টাকা। আগাম মরিচ হওয়ায় দাম বেশি পেয়েছি তখন। দুই বিঘা জমিতে আশা করি সাত মাসে তিন লাখ টাকার বেশি আসবে। খরচ যাবে মোটামুটি ৮০-৯০ হাজার টাকা।’

jagonews24

কামরুল ইসলামের মতো অনেক চাষিই এখানকার জমিতে মরিচ চাষ করেছেন। এই মরিচ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে। ইতোমধ্যে রপ্তানি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান চাষি কামরুল। তিনি বলেন, ‘তিনটি গ্রুপে আমাদের ৬৩ জনের একটি তালিকা হয়েছে। আমরা কাঁচামরিচ রপ্তানি করবো।’

সবজি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ফিল্ড অফিসার মিথুন বিশ্বাস ও স্থানীয় কৃষি অফিসের ফিল্ড সুপারভাইজারের সঙ্গে কথা বলেও এর সত্যতা মিলেছে।

jagonews24

মিথুন বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘ময়মনসিংহের বোরোর চরে আমি গিয়েছি। সেখানকার কাঁচামরিচ রপ্তানিযোগ্য মনে হয়েছে। এজন্য কৃষকদের সঙ্গে কথা বলেছি। ২০ জন করে ৬৩ জনের তিনটি টিম করেছি। এরপর (ঢাকার) খামারবাড়ি থেকে একটা টিম যাবে, আমাদের অ্যাসোসিয়েশনেরও একটা টিম যাবে। তারপর বিষয়টি চূড়ান্ত হবে।

তিনি বলেন, ‘শাক-সবজি সারাদেশের বিভিন্ন জায়গা থেকে বিদেশে রপ্তানি করি আমরা। বোরোর চর থেকে আপাতত এবছর কাঁচামরিচ দিয়ে রপ্তানি শুরু করবো। কাঁচামরিচ বেশি যায় সৌদি আরবে। তবে ইউরোপেও যায়।’

jagonews24

ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার তাহমিনা ইয়াসমিন জাগো নিউজকে বলেন, ‘এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কিছু লোকজন এসেছিলেন। ভিজিট করে গেছেন। কৃষকদের সঙ্গে কথা বলেছেন। এরপর তাদের যে প্রক্রিয়া সে অনুযায়ী গ্রুপ গঠন করা হয়েছে। কৃষকদের সঙ্গে নেগোসিয়েশন হলে রপ্তানি হবে। এরকম একটা বিষয় আমি জানি।’

তিনি বলেন, ‘সদর উপজেলায় গত বছর তিন হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। অবশ্য এবার আরও বেশি। ফলন ভালো, লাভও বেশি। এজন্য আমাদের সবজি চাষের এরিয়া ক্রমাগত বাড়ছে। এবার বোরোর চরে শুধু কাঁচামরিচই ৪২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।’

jagonews24

অজপাড়া গাঁয়ের এই সবজি বিদেশে রপ্তানি হচ্ছে, এতে কৃষকদের পাশাপাশি কর্মকর্তারাও বেশ খুশি। তারা এটিকে ইতিবাচকভাবে নিয়ে সহযোগিতা করছেন। তবে ব্রহ্মপুত্র নদের কোলঘেঁষা এ বিশাল সবজি হাবের ইতিবাচক ও স্বস্তিদায়ক খবরের পাশাপাশি সড়ক অবকাঠামোসহ নানা সংকটও আছে। যেগুলো সমাধানে সরকারের সহযোগিতা চান কৃষকরা।

এসইউজে/এইচএ/এএসএম

টাইমলাইন

  1. ০১:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ ‘বিনার সূর্যমুখী জাত অবমুক্ত হলে তেল ফসলে বিপ্লব ঘটবে’
  2. ০৮:৫৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ ‘সড়ক’ যেন গলার কাঁটা
  3. ০৮:৪৯ এএম, ০৯ ডিসেম্বর ২০২১ বোরোর চরের কাঁচামরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে
  4. ০৯:০৫ এএম, ০৮ ডিসেম্বর ২০২১ বিলুপ্তির পথে লাফা বেগুন, বেশি ফলনের বেগুনে ঝুঁকছেন কৃষক
  5. ০৮:৩০ এএম, ০৭ ডিসেম্বর ২০২১ বারোমাসি টমেটোয় ১০ গুণ লাভ
  6. ০৩:৫৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১ সম্ভাবনার কুমির চাষে ‘বাধা’ আইনি জটিলতা!
  7. ১২:১৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১ সিঙ্গাপুর থেকে ফিরে মালচিং চাষ, কম খরচে ভালো ফলন
  8. ০৮:৩৩ এএম, ০৬ ডিসেম্বর ২০২১ লেবু-মাল্টার জোয়ারে হারাতে বসেছে ফুলবাড়িয়ার হলুদ
  9. ১১:১২ এএম, ০৩ ডিসেম্বর ২০২১ শ্বশুরের দেওয়া ৪০ হাজার থেকে ২০ লাখ টাকার মালিক রাণী
  10. ০৮:০৪ এএম, ০৩ ডিসেম্বর ২০২১ নামাপাড়ার ছিপ যাচ্ছে সারাদেশে
  11. ১০:১৬ এএম, ০১ ডিসেম্বর ২০২১ এক গাছে ৪ সাইজের বরই, মিলবে আমের মৌসুমেও
  12. ০৮:২০ এএম, ৩০ নভেম্বর ২০২১ ‘তেল আমদানির ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় করবে বিনাসরিষা’
  13. ০৪:২১ পিএম, ২৯ নভেম্বর ২০২১ মুক্তা চাষে সম্ভাবনা, বিক্রি নিয়েই দুর্ভাবনা
  14. ০২:০৭ পিএম, ২৯ নভেম্বর ২০২১ আধুনিক নগর গড়তে দরকার জনগণের ইতিবাচক সাড়া ও দপ্তরের সমন্বয়
  15. ১০:৫১ এএম, ২৮ নভেম্বর ২০২১ মেঘালয় ঘেঁষা দুই স্থলবন্দর, আমদানি-রপ্তানির নতুন দুয়ার
  16. ০৭:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০২১ তিনবার এমপি হলেও এলাকাবাসীর কাছে প্রায় অচেনা
  17. ০৯:২৪ এএম, ২৫ নভেম্বর ২০২১ ফুলবাড়িয়ার লেবু যাচ্ছে ইউরোপে
  18. ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ কৃষকের ধানের মণ ৪৩ কেজিতে, ব্যবসায়ীর সাড়ে ৪০
  19. ০৬:৩৮ পিএম, ২৩ নভেম্বর ২০২১ ২২ পদের ভর্তার পিঠায় মাসে আয় ২ লাখ টাকা
  20. ০৮:২২ এএম, ২৩ নভেম্বর ২০২১ চিকিৎসকের পরামর্শে মাল্টাচাষ, লাখ টাকা খরচে আসছে কোটি টাকা
  21. ০২:৫৩ পিএম, ১৯ নভেম্বর ২০২১ ‘কৃষ্ণা কেবিন’র মিষ্টিতে ‘কৃতকার্য’ তিন প্রজন্ম
  22. ১০:৫৯ এএম, ১৯ নভেম্বর ২০২১ দেশি ছোট মাছ ফিরিয়ে আনতে বিপ্লব ঘটাবে জিন ব্যাংক
  23. ১২:১০ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বছরে নষ্ট ২০ হাজার কোটি টাকার ফসল, আসছে পরমাণু প্রযুক্তি
  24. ০৮:৫৮ এএম, ১৮ নভেম্বর ২০২১ তেলাপিয়ার নতুন প্রজাতি, প্রতিটির ওজন আড়াই কেজি
  25. ০৩:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০২১ পাতে ফেরার অপেক্ষায় জারুয়া-আঙরাসহ আরও ৮ দেশি মাছ
  26. ১১:৫০ এএম, ১৭ নভেম্বর ২০২১ আ’লীগের দুর্গ গফরগাঁও, একগুচ্ছ দাবি ভোটারদের
  27. ০৯:৫৯ পিএম, ১৬ নভেম্বর ২০২১ ‘গরু শিথানে নিয়া হুতি, চোরে নিলে আগে আমারে নেওয়া লাগবো’
  28. ০৮:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০২১ এটাই বাংলাদেশের ‘প্রথম’ সৌদি খেজুর গাছ
  29. ০৪:৪৬ পিএম, ১৬ নভেম্বর ২০২১ ‘এখানে আ’লীগ-বিএনপি-জাপা এক পরিবার’
  30. ০২:১৬ পিএম, ১৬ নভেম্বর ২০২১ সৌদি খেজুর চাষে ‘পাগল মোতালেব’র বছরে আয় ৫০ লাখ টাকা
  31. ১২:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২১ চুলে খুলেছে হাজারো নারীর ভাগ্য