ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিএসআরএমের জিরো কুপন বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

পুঁ‌জিবাজা‌রে তা‌লিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ২৪৫ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার কমিশনের ৫৬২তম সভায় এ বন্ড অনুমোদন দেয়া হয়। অনুমোদিত বন্ডটির মেয়াদ হবে চার বছর। যা কর্পোরেটস, ফান্ডস, আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদধারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ বিএসআরএম স্টিলস লিমিটেড তাদের তারল্য চাহিদা পূরণ এবং বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। বন্ডের প্রতি ইউনিটের মূল্য এক হাজার টাকা এবং ডিসকাউন্ট রেট সাড়ে ৯ শতাংশ।

বন্ডটির লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এসআই/বিএ