ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কৃষি ঋণে প্রভিশনিং শর্ত শিথিল

প্রকাশিত: ১০:০৮ এএম, ১৮ নভেম্বর ২০১৪

কৃষি ও ক্ষুদ্র ঋণের প্রভিশনিং শর্ত আবারও কিছুটা শিথিল করল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এতে বলা হয়েছে, কৃষি ও ক্ষুদ্র ঋণের প্রভিশনিং এখন থেকে তিনটি ক্যাটাগরিতে করতে হবে। নিয়মিত ও অনিয়মিত ঋণের ক্ষেত্রে প্রভিশনিং রাখতে হবে আড়াই শতাংশ। গত বছরের সেপ্টেম্বর মাসে জারি করা আদেশ মোতাবেক ছিল ৫ শতাংশ।

প্রজ্ঞাপন অনুসারে, শ্রেণিকৃত ঋণের ক্ষেত্রে প্রভিশনিং রাখতে হবে ৫ শতাংশ। আর খেলাপি ঋণের প্রভিশনিং আগের মতোই শতভাগ রাখা হয়েছে।