ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

একনেকে দুই হাজার কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্প

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ১৮ নভেম্বর ২০১৪

আশুগঞ্জ-ভুলতা ৪০০ কিলোওয়াট ট্রান্সমিশন লাইন স্থাপন করাসহ দুই হাজার ২২৮ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি-একনেক।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের নিয়মিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন তিনি।  

পরিকল্পনা মন্ত্রী বলেন, অনুমোদিত আট প্রকল্পের মধ্যে ৪টি নতুন। আর ৪টি সংশোধিত। মোট ব্যয়ের মধ্যে এক হাজার ২৭২ কোটি ২৮ লাখ টাকার যোগান দেবে সরকার। সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যাবে ২৫০ কোটি ৮২ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৭০৫ কোটি ১২ লাখ টাকা।

আহম মুস্তফা কামাল বলেন, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্পে সরকারের ব্যয় হবে ৮৫৩ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে সরকার দিবে ৬৩৭ কোটি ৮৬ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব যোগান থাকবে ২১৫ কোটি ৮২ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের জুন পর্যন্ত। তবে এই প্রকল্পে কোনো সহায়তা নেবে না সরকার।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে আরো কিছুটা উন্নতি হবে। সব মিলিয়ে প্রায় ৭৫ কিলোমিটার লাইন করা হবে।

একনেকে অনুমোদন দেওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৩৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে তাত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইন্সিটিউট স্থাপন, ১০৪ কোটি ১ লাখ টাকা ব্যয়ে মদন-খালিয়াজুড়ি সাবমার্জিন সড়ক নির্মাণ, মোট ১৭ কিলোমিটার রাস্তা করা হবে, বাংলাদেশের বিভিন্ন স্থানে ৬০টি ফাড়ি নির্মাণ, যাতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪৬ লাখ টাকা, বাংলাদেশ ইনস্টিউট অব মেরিন টেকনোলজির আধুনিকায়ন প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৪৮ লাখ টাকা, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নিমার্ণ প্রকল্প, ৫৪ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ৩৭টি হোস্টেল করা হবে, কারিগরি প্রকল্প কেন্দ্র করতে ব্যয় করা হবে ৭২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন করা হবে। এতে ব্যয় হবে ১৬৯ কোটি ৬৪ লাখ টাকা।

আহম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে পুলিশ ফাঁড়িগুলোর অবস্থা খুবই খারাপ। তাই আমরা পর্যায়ক্রমে পুলিশ ফাড়িগুলোর উন্নয়ন করব।

তিনি আরো বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। তাদের জন্য বিশেষ নকশায় হোস্টেল করা হবে। যেসব হোস্টেল তারা নিজেরাই ব্যবহার করতে পারবে।