ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

খোলাবাজারে লাগামহীন ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে আসার সাথে সাথে মূলধনী যন্ত্র ও কাঁচামাল আমদানি বেড়েছে। বিভিন্ন দেশের সীমান্ত খুলে দেওয়ায় বহুজাতিক বিমান সংস্থাগুলোর বিমান চলাচল শুরু করেছে। এতে পর্যটকসহ পেশাগত কাজে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছেন। এর মাঝেই ডলারের দরের ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না। এর ফলে শঙ্কা তৈরি হয়েছে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ার।

মুদ্রাবাজারেও সংকট দেখা দিয়েছে ডলারের। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গত এক সপ্তাহে ডলারের দাম ৮৫ থেকে ৮৬ টাকার মধ্যে থাকলেও খোলাবাজারে বেড়েই চলেছে দাম। বর্তমানে খোলাবাজারে ডলারের দর উঠেছে ৯০ টাকা, কোথাও কোথাও ৯০ টাকাও ছাড়িয়ে গেছে।

মতিঝিল, পল্টন এলাকার মানি এক্সচেঞ্জ ও খোলাবাজারের ব্যবসায়ীরা বলছেন, বাজার দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর গত আগস্ট থেকে হঠাৎ টাকার বিপরীতে ডলারের দাম বাড়তে শুরু করে। এখন পর্যন্ত দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখন সবাই ডলার কিনতে আসছেন, বিক্রির জন্য আসেন না। এ কারণে দামও বাড়ছে।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ৮৮ টাকায় ডলার বিক্রি করছে, কিনছে ৮৬ টাকা ২৫ পয়সায়, অগ্রণী ব্যাংক কিনছে ৮৫ টাকা ৮০ পয়সায়, বিক্রি করছে ৮৭ টাকা ৭০ পয়সায়। বেসরকারি এনসিসি ব্যাংক ৮৫ টাকা ৭০ পয়সায় বিক্রি করছে, কিনছে ৮৪ টাকা ৭০ পয়সা। মানি এক্সচেঞ্জ ও খোলাবাজারে প্রতি এক ডলার ৮৯ টাকা ৮০ পয়সায় কেনা এবং বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ৯০ টাকায়।

ডলারের দাম বাড়লেও এদিন অন্য মুদ্রার দাম রয়েছে আগের মতোই। এনসিসি ব্যাংকে সোমবার বিট্রিশ পাউন্ড ১১৫ টাকা ৭৪ পয়সা ক্রয় এবং ১২০ টাকা ১৪ পয়সায় বিক্রি চলছে। ইউরো ক্রয় ৯৭ টাকা ৭৯ পয়সা, বিক্রয় ১০১ টাকা ৯৯ পয়সা, জাপানি ইয়েন ০.৭৫ টাকায় ক্রয় ০.৭৯ টাকায় বিক্রয়, অস্ট্রেলিয়ান ডলার ক্রয় ৬৩ টাকা ৪১ পয়সা বিক্রয় ৬৫ টাকা ১৬ পয়সা, হংকং ডলার ক্রয় ১০ টাকা ৯০ পয়সা, বিক্রয় ১১ টাকা ০২ পয়সা, সিঙ্গাপুর ডলার ক্রয় ৬২ টাকা ৯৯ পয়সা, বিক্রয় ৬৫ টাকা ০১ পয়সা, কানাডিয়ান ডলার ক্রয় ৬৮ টাকা ৬১ পয়সা বিক্রয় ৬৯ টাকা ৪১ পয়সা, ইন্ডিয়ান রুপী ক্রয় ১ টাকা ১০ পয়সা বিক্রয় ১ টাকা ১৪ পয়সা, সৌদি রিয়েল ক্রয় ২২ টাকা ৫৩ পয়সা, বিক্রয় ২২ টাকা ৮৫ পয়সা এবং মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় ২০ টাকা ৩৭ পয়সা এবং বিক্রয় ২০ টাকা ৬৭ পয়সা।

ইএআর/এসএইচএস/এএসএম