লাল ফিতার দৌরাত্ব কমাতে হবে : মজীনা
লাল ফিতার দৌরাত্ব, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগে বাধা বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেছেন, লাল ফিতার দৌরাত্ব, উন্নত আইনের শাসন, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতার হুমকি কমানো বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে অনেক সহায়ক হবে।
সোমবার সকালে সোনারগাঁও হোটেলে তিন দিন ব্যাপী মার্কিন বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মজীনা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মেলাটি যৌথভাবে আয়োজন করেছে আমেরিকান চেম্বার ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের অফিস। মজীনা বলেছেন, প্রযুক্তি ও অর্থের বিশাল বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। বাংলােেশর উদ্যোগুলোকে বিশেষ করে পোশাক খাতে যেন কর্ম পরিবেশ, কর্মস্থলে নিরাপত্তা, শ্রমিক অধিকারের প্রতি সম্মান যেন আন্তর্জাতিক মান পায়।
মার্কিন বাণিজ্য মেলা শুরু : তিনদিন ব্যাপী মেলা সোমবার শুরু হয়েছে। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৪৩টি মার্কিন প্রতিষ্ঠান মোট ৭৮টি স্টল নিয়েছে। যারা তাদের পণ্য প্রদর্শনী করবে। মেলার প্রবেশ মূল রাখা হয়েছে ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা টিকেটে প্রবেশ করতে পারবে। এবার ২৩তম মেলা।