ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লাইসেন্স ছাড়া পণ্য বেচায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১

সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া পণ্য তৈরি এবং বিক্রি করায় মগবাজার এলাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে হাতিরঝিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিএসটিআইয়ের উদ্যোগে অভিযানে সহযোগিতা করে ডিএমপি পুলিশ।

অভিযানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া ফার্মেন্টেড মিল্ক (দই) বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে হাতিরঝিল এলাকায় ‘সুপার বিক্রমপুর’কে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এছাড়া পেয়ারাবাগ এলাকায় লাইসেন্স ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি, বিক্রয়, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে ‘আল্লার দান বেকারি’কে লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ না করায় জেলে পাঠানো হয়েছে।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মাকসুদা রুনা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমএএইচ/জিকেএস