ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রায় ৬ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ আনছে পদ্মা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১

প্রায় ৬ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনছে বেসরকারি খাতের পদ্মা ব্যাংক। যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানির সঙ্গে ব্যাংকটির এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পদ্মা ব্যাংকের এমডি ও সিইও এহসান খসরু এবং চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ব্যাংকের এমডি ও সিইও এহসান খসরু বলেন, আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যেই এ বিনিয়োগ আসবে। বিনিয়োগের মধ্যে ২ হাজার ৪০০ কোটি টাকা আসবে ইক্যুইটি বিনিয়োগ হিসেবে। এছাড়া বাকি টাকা আসবে ঋণ হিসেবে।

যে বিনিয়োগ আসবে তার পরিমাণ ৭০ কোটি ডলার যা টাকার হিসেবে প্রায় ৫ হাজার ৯০০ কোটি টাকা।

বিনিয়োগ আনতে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা বিনিয়োগ ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানি। ইতোমধ্যে ২ সেপ্টেম্বর পদ্মা ব্যাংক যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংক ডেলমর্গান অ্যান্ড কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও ডেলমর্গানের চেয়ারম্যান রব ডেলগাডো।

এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান নাফিজ সরাফাত লেন, পদ্মা ব্যাংক মার্জার অ্যান্ড অ্যাকুইজেশন লেনদেনের আওতায় আন্তর্জাতিক আর্থিক ক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করেছে।

ইএআর/এমএইচআর/জিকেএস