প্রকাশের অপেক্ষায় অষ্টম বেতন স্কেলের গেজেট
নতুন বেতন স্কেলের গেজেট সম্পন্ন। কিছুক্ষণের মধ্যে তা অর্থমন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বিজয় দিবসের বিশেষ উপহার হবে বেতন স্কেলের প্রজ্ঞাপন।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার মহান বিজয় দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার অষ্টম বেতন কাঠামোর প্রজ্ঞাপন সবার হাতে পৌঁছাবে। প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ প্রস্তুত।
এর আগে গত শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, ১ জানুয়ারি থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন- এটা নিশ্চিত। আইন মন্ত্রণালয় কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিল। তারা সেটা করতে পারে না। অর্থাৎ ১ জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন পাবেন তারা।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন পায়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।
এসএইচএস/আরআইপি