ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের প্রশংসা করলেন কৌশিক বসু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ ব্যাংকের গৃহীত আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন সফররত বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু।

সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। এসময় তিনি আর্থিক অন্তভুক্তিমূলক কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেন।

কৌশিক বসু প্রথমে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক করেন। এরপর তিনি কথা বলেন বাংলাদেশ ব্যাংকর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।

গভর্নরের সঙ্গে বৈঠকে কৌশিক বসু বলেন, বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এগিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তভুক্তিমূলক কার্যক্রম বিশ্ব উন্নয়নের রোল মডেল হতে পারে।

তিনি বাংলাদেশ ব্যাংকের নীতি অনুশাসনেরও প্রশংসা করেন। পরে ব্যাংক খাতে তদারকি আধুনিক পদক্ষেপের বিষয়ে অবগত হন।

গভর্নর গত ৫/৭ বছরে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে কৌশিক বসুকে অবগত করেন।

কৌশিক বসু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এসএ/একে/আরআইপি