ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঝালকাঠিতে চালু হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৩ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠিতে চালু হচ্ছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা। ব্যাংকিং কার্যক্রম রাজাপুরে দীর্ঘদিন যাবৎ চালু থাকলেও ঝালকাঠিতে এর শাখা চালু হয়নি। ব্যাংকের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক যুগল চন্দ্র দাস সোমবার সকাল ১১টায় জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ব্যবস্থাপক যুগল চন্দ্র দাস সেখানে ব্যাংকের প্রাথমিক কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের রাজাপুর শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, উদ্যোক্তা মো. লুৎফর রহমান খলিফা, মো. হারুন অর রশিদ।

আঞ্চলিক ব্যবস্থাপক যুগল চন্দ্র দাস বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঝালকাঠি শাখার কার্যক্রম ২১ ডিসেম্বর সোমবার থেকে চালু হবে। রাজাপুর শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান এখানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। প্রাথমিক কার্যক্রম পৌর এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। প্রাথমিক পর্যায়ে সঞ্চয় আমানত, নারী আমানত, এসডিপিএস, চলতি হিসাব, শেয়ার ক্রয় কার্যক্রম চলবে।

উদ্যোক্তা মো. হারুন অর রশিদ বলেন, ঝালকাঠিতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম না থাকলেও শেয়ার বাজারের কার্যক্রম শুরু হয় ১৯৯৫ সাল থেকে। বর্তমানে শেয়ার রয়েছে চার হাজার ১১৮ জন। শেয়ারে অংশীদার সমান হারে  প্রতি নারী-পুরুষ ১`শ টাকা করে শেয়ার ক্রয় করেছে।

আতিকুর রহমান/এআরএ/আরআইপি