ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারবাজারে পচা কোম্পানির দাপট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৩ আগস্ট ২০২১

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের কোম্পানি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে ছয়টিই ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের দখলে। আর দাম বাড়ার শীর্ষ ভালো বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান আছে মাত্র দুটি।

গেল সপ্তাহে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান তাল্লু স্পিনিং। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই কোম্পানিটির শেয়ারের দামে বড় ধরনের উত্থান ঘটেছে।

দামে উত্থান হওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮১ লাখ ৪৫ হাজার টাকা।

এদিকে কোম্পানিটির শেয়ারের দাম সপ্তাহজুড়ে বেড়েছে ৪০ দশমিক ২৪ শতাংশ। টাকার অংকে বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৮ টাকা ২০ পয়সা।

দাম বাড়লেও ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না। কোম্পানিটি সবশেষ ২০১৫ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর শেয়ারহোল্ডারদের আর কোনো লভ্যাংশ না দেয়ার কারণে কোম্পানিটির বর্তমান স্থান ‘জেড’ গ্রুপে।

এদিকে ডিএসইর মাধ্যমে কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় শেয়ার প্রতি ৮৫ পয়সা লোকসান হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৩০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৪৮ দশমিক ১৭ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২১ দশমিক ৬৭ শতাংশ এবং বিদেশিদের কাছে আছে দশমিক ১৬ শতাংশ।

এদিকে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। গেল সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৯ দশমিক ৭৯ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে জেড গ্রুপের আর এক প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিল। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ।

দাম বাড়ার তালিকায় এর পরে রয়েছে ‘বি’ গ্রুপের প্রতিষ্ঠান মিরাকেল ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে ২৩ দশমিক ৮৪ শতাংশ। এর পরের স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত। এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ।

দাম বাড়ার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান ইসলামীক ফাইন্যান্স। গেল সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৩ দশমিক শূন্য ১ শতাংশ। পরের চারটি স্থানে রয়েছে জেড গ্রুপের প্রতিষ্ঠান। এর মধ্যে মিথুন নিটিংয়ের ২২ দশমিক ৪৫ শতাংশ, মেঘনা পেটের ২০ দশমিক ১২ শতাংশ, উসমানীয়া গ্লাস শিটের ১৮ দশমিক ৮২ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলের ১৬ দশমিক ৬১ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/জেডএইচ/জিকেএস