ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কেনিয়া গেলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৪ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

বাণিজ্যমন্ত্রী এবং বিশ্ববাণিজ্য সংস্থায় এলডিসিভুক্ত দেশসমূহের কোঅর্ডিনেটর ও মুখপাত্র তোফায়েল আহমেদ ১৫-১৮ ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় ডব্লিউটিও মিনিস্টেরিয়াল কনফারেন্সে (এমসি-১০) যোগদানের লক্ষ্যে শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন। কনফারেন্সে বাণিজ্যমন্ত্রী ২১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সম্মেলনে এলডিসিভুক্ত দেশসমূহের জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা নিশ্চিতকরণ, সার্ভিস ওয়েভার, রুলস অভ্ অরিজিন, ভেলু এডিশন ক্ষেত্রে সুবিধা আদায়ের প্রচেষ্টা চালানো হবে।

উন্নত বিশ্বে ওষুধ রফতানির ক্ষেত্রে শর্ত শিথিলের চুক্তির মেয়াদ ইতোমধ্যে ১৭ বছর বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে সেজন্য চেষ্টা চালানো হবে।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, বিজিএমইএ’র প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বিকেএমইএ’র প্রথম সহসভাপতি এ এইচ আসলাম সানি, এমসিসি’র প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর এবং ডিসিসিআই’র আসিফ ইব্রাহিম।

একে