ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

গতবার প্রণোদনার ঋণ না পাওয়াদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৮ জুলাই ২০২১

করোনা প্রাদুর্ভাবের কারণে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় শিল্প ও সেবাখাতে কম সুদে প্রণোদনার ঋণ গত বছর যারা পায়নি, এবার তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক শিল্প ও সেবাখাতের জন্য ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এ ঋণের সুদহার হবে ৯ শতাংশ। এর মধ্যে গ্রাহক দেবেন সাড়ে ৪ শতাংশ বাকি সাড়ে ৪ শতাংশ সরকার ভর্তুকি দেবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, শিল্প ও সার্ভিস সেক্টরের যেসব প্রতিষ্ঠান (সিএমএসএমই ব্যতীত) করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেসব প্রতিষ্ঠান এ প্যাকেজের আওতায় সুবিধা প্রাপ্য হচ্ছে। সার্কুলারের অনুচ্ছেদ-৭ (ঘ) এ আলোচ্য প্যাকেজের আওতায় সীমাতিরিক্ত চাহিদার বিপরীতে ঋণ বা বিনিয়োগ প্রদানের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে হবে মর্মে উল্লেখ রয়েছে।

এছাড়াও সার্কুলারের অনুচ্ছেদ-৭(ঙ) এ ক্ষতিগ্রস্ত অধিক সংখ্যক প্রতিষ্ঠান যাতে এ প্যাকেজের আওতায় ঋণ বা বিনিয়োগ সুবিধা ভোগ করতে পারে সে বিষয়টিকে গুরুত্ব দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এতদ্ব্যতীত বিআরপিডি সার্কুলার লেটার নং-৩৩/২০২০ মোতাবেক ঋণ বা বিনিয়োগের প্রাপ্যতার সমপরিমাণ অর্থ কোনো গ্রাহকের অনুকূলে এক বছরে প্রদান করা সম্ভবপর না হলে অবশিষ্ট প্রাপ্য অর্থ প্যাকেজের অবশিষ্ট মেয়াদের মধ্যে প্রদানের সুযোগ রয়েছে।

আলোচ্য প্যাকেজের আওতায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য প্রদত্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা স্বল্প সংখ্যক গ্রাহকদের মধ্যে কেন্দ্রীভূত না করে ক্ষতিগ্রস্ত অধিক সংখ্যক প্রতিষ্ঠানের অনুকূলে উক্ত সুবিধা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, ঋণ বা বিনিয়োগ সুবিধা প্রদানের ক্ষেত্রে শিল্প ও সার্ভিস সেক্টরের ক্ষতিগ্রস্ত যেসব প্রতিষ্ঠান এ প্যাকেজের আওতায় অদ্যাবধি সুবিধাপ্রাপ্ত হয়নি সেসব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করতে হবে।

এ বিষয়ে ইতোপূর্বে জারিকৃত সার্কুলার বা সার্কুলার লেটারসমূহে বর্ণিত অন্যান্য নির্দেশনা বলবৎ থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

ইএআর/এআরএ/এমএস