ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আইসিএবি অ্যাওয়ার্ড পেলো ২৪ প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

নয়টি ক্যাটাগরিতে ২৪ প্রতিষ্ঠানকে আইসিএবি জাতীয় পুরস্কার সর্বোত্তম বাৎসরিক প্রতিবেদন-২০১৪ প্রদান করা হয়েছে। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার সন্ধায় অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আইসিএবিয়ের এই প্রচেষ্টা অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা তথা সুশাসনের ক্ষেত্রে একটি মাইলফলক। বর্তমান সরকার অবশ্যই এটাকে সাধুবাদ জানায়।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্য তথা জাতীয় অর্থনীতি অগ্রসর করতে হলে অবশ্যই সকলকে পরিবেশ আইন তথা সাধারণ জনগণের ক্ষতি হয় এমন যেকোনো ব্যবসা থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাস্টেইনেবিলিটি রিপোর্টিং গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে।

এসএ/বিএ