অনলাইনে পশু কেনা-বেচার অনুরোধ মন্ত্রণালয়ের
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে অনলাইনে কোরবানির পশু কেনা-বেচার অনুরোধ জানিয়েছে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।রোববার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। তাই খামারি ও ক্রেতাদের কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জাগো নিউজকে বলেন, সারাদেশে পশু বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে পশু ক্রয়-বিক্রির জন্য উৎসাহিত করা হয়েছে। করোনার বিস্তার রোধেই এই অনুরোধ জানানো হয়েছে।’
আইএইচআর/ইএ/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ ৫ মাসে এক টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২ মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে এমওইউ সই
- ৩ বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি
- ৪ ৩ বছরে দারিদ্র্যসীমার নিচে দেশের আরও সাড়ে ৭৮ লাখ মানুষ
- ৫ উন্নয়নে গতি নেই, ৫ মাসে এডিপি বাস্তবায়ন ১২ দশমিক ২৯ শতাংশ