নগদের অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ ৩ মাস বাড়ল
ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ আরও তিন মাসের জন্য বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সময়সীমার ভেতর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটিকে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে নগদকে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। সে কারণে ‘নগদ’র সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করতে আবেদন করেছিল ডাক অধিদফতর।
এ বিষয়ে ‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘করোনার কারণে দাফতরিক অনেক কাজে বিঘ্ন ঘটায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের চাহিদা অনুসারে সব দাফতরিক কাজ শেষ করতে পারেনি। তারপরও জনগণের সেবা যেন ব্যাহত না হয়, সে কারণে আরও তিন মাস অন্তর্বর্তীকালীন অনুমোদনের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।’
২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয় ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ‘নগদ’।
বর্তমানে অপারেটরটি দৈনিক ৭০০ কোটি টাকার বেশি লেনদেন করছে। তাছাড়া কোভিডের মতো পরিস্থিতিতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তা বিতরণ করে চারদিকে সাড়া ফেলেছে নগদ।
এমএইচআর/এএসএম