ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সকালের বৃষ্টিতে ব্যাংকপাড়ায় জলাবদ্ধতা, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২২ জুন ২০২১

টানা দুই ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রাস্তায় পানি জমায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের।

এদিকে একই অবস্থা রয়েছে ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল এলাকায়। বাংলাদেশ ব্যাংকের ভেতরেও হাঁটুপানি। কেন্দ্রীয় ব্যাংকের পাশের রাস্তায় পানি জমে গেছে। হাঁটুপানি জমে থাকায় দুর্ভোগে পড়েছেন ব্যাংকে আসা কর্মকর্তা-কর্মচারী ও পথচারীরা।

মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি বিল্ডিংয়ের সামনে বৃষ্টির পানি জমে ছিল। তবে ৩০ তলা ভবনের রাস্তাটি পানির নিচে থাকায় কর্মকর্তারা জুতা পরে অফিসে এলেও পরে জুতা হাতে নিয়েই রুমের দিকে যেতে দেখা গেছে। একই অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন কাজে বাংলাদেশ ব্যাংকে আসা ব্যক্তিদের।

তাদের অনেকে এসে ঘুরে যাচ্ছেন। কেউ কেউ জুতা খুলে হাঁটু পানির মধ্য দিয়ে ব্যাংকে প্রবেশ করছেন। যারা আগে ভেতরে ঢুকেছেন নিজ নিজ কাজে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যেতে পারছেন না। তবে সেনা কল্যাণ ভবনের সামনে পানি জমা নেই। ওই বিল্ডিংয়ের একাধিক মেঝেতে রয়েছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ।

এদিকে পানি জমে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মরত ও আগতরা। কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত একজন জানান, সম্প্রতি বৃষ্টি হলেই হাঁটুপানি জমে কেন্দ্রীয় ব্যাংকে। এ পানি নামতে দুই-তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়। এতে ভোগান্তিতে পড়েন ব্যাংকে কর্মরতরা।

কেন্দ্রীয় ব্যাংকে আসা বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘অভিভাবক ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এখানে প্রতিদিনই হাজার হাজার মানুষের আগমন ঘটে। আর সেখানে এভাবে পানির নিচে রাস্তা ডুবে থাকবে, এটা কীভাবে সম্ভব? ফরমাল ড্রেসে এসে এখন পানিতে নেমে যেতে হচ্ছে!’

ইএআর/এমএসএইচ/এএসএম