ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আলমাস সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৭ জুন ২০২১

বিভিন্ন অনিয়মের দায়ে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলমাস সুপার শপকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ জুন) ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান নেতৃত্বে আলমাস সুপার শপে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যদ্রব্য এবং যথাযথ মোড়কীকরণ, চিন্হিতকরণ ও লেবেল সংযোজন ছাড়া প্যাকেটকৃত খাদ্যদ্রব্য বিক্রির দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী সুপার শপটিকে ২ লাখ টাকা জরিমানা প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।

jagonews24

এ সময় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট বিতরণ করা হয়।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক, নমুনা সংগ্রহকারী ও মেট্রোপলিটন পুলিশের একটি দলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।

এনএইচ/ইএ/জিকেএস