ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাজেটে নিজস্ব টিকার ওপর জোর দেয়া উচিত : ড. বিজন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ৩০ মে ২০২১

২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনাভাইরাসের মতো যেকোনো মহামারি মোকাবিলায় বাংলাদেশের নিজস্ব সক্ষমতা সৃষ্টির ওপর জোর দেয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী ও গণ বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক বিজন কুমার শীল।

রোববার (৩০ জুন) দুপুরে ড. বিজন কুমার শীল জাগো নিউজকে বলেন, ‘করোনাভাইরাস থেকে আমরা যে শিক্ষা পেলাম, তাতে প্রতিটি দেশেরই নিজস্ব কিছু ক্ষমতা থাকতে হবে। না হলে করোনার মতো যেকোনো মহামারি মোকাবিলা করা ওই দেশের জন্য কঠিন হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে করোনা পরীক্ষার কিট ও টিকা বিদেশ থেকে কিনতে হচ্ছে। এসব উৎপাদনের সক্ষমতা বাংলাদেশকে তৈরি করতে হবে। ২৫ শতাংশ নিজস্ব থাকলে বিদেশের কাছে হাত পাততে হয় না।’

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়লে নিজস্ব সক্ষমতা না থাকায় তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন ড. বিজন। তিনি বলেন, ‘যেকোনো ধরনের মহামারিতে সব দেশই তার নিজস্ব সম্পদ কাজে লাগায়। বিশেষ পরিস্থিতিতে অন্যান্য দেশকে দিতে চায় না। যেমন নিজ দেশের নাগরিকদের না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র টিকা বিদেশে বিক্রি করেনি। তাই ভবিষ্যতে যেকোনো মহামারিকে যেন প্রতিহত করা যায়, তাই বাংলাদেশের নিজস্ব টেস্ট ও ভ্যাকসিনের ক্ষেত্রে বাজেটে জোর দেয়া উচিত।’

পিডি/এমআরআর/জেআইএম