ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আইটিসির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

ইনফরমেশন টেকনোলজি কনসালন্টেস (আইটিসি) লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করেছে। কোম্পানির আইপিওতে আবেদনকারীদের মধ্যে এ লটারীর মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিজয়ীদের তালিকা প্রকাশ করে কোম্পানিটি।

জানা যায়, আইটিসির আইপিওতে সর্বমোট ৮০৭ কোটি ২২ লাখ ২৯ হাজার ৯৮০ টাকার আবেদন জমা পড়েছে। যা মোট আবেদনের ৬৭ দশমিক ২৭ গুণ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ৫৫২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকার আবেদন, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা দিয়েছেন ৬৬ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীরা ২৮ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৯৯০ টাকা এবং মিউচুয়াল ফান্ড খাতে জমা পড়েছে ১৫৯ কোটি ২৬ লাখ টাকা।

আইটিসির আইপিও আবেদন ২ নভেম্বর, সোমবার থেকে ১১ নভেম্বর, বুধবার পর্যন্ত চলে। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই একই তারিখ নির্ধারণ ছিল। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  (বিএসইসি) ৫৫৪তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে আইটিসি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী  ইনফরমেশন টেকনোলজি কনসালন্টেস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ২৮ পয়সা।

পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।

ফল পেতে ক্লিক করুন-
ট্রেক কোড
সাধারণ বিনিয়োগকারী
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী
প্রবাসী বিনিয়োগকারী
মিউচ্যুয়াল ফান্ড

এসআই/এআরএস/এমএস