ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ১০:৫৩ এএম, ১২ নভেম্বর ২০১৪

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিন থেকে বুধবার কিছুটা বেড়েছে। যা আগের দিনের চেয়ে ১৭৭ কোটি ৫৪ লাখ টাকা বেশি।

এদিন, মোট ৩০৮টি কোম্পানির ১৮ কোটি ৬ লাখ ৭১ হাজার ৬১৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৮৪৬ কোটি ৩২ লাখ ৫ হাজার ৫৪২ টাকা।
 
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ৭০ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫ দশমিক ৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭০ দশমিক ৯৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮০ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

জানা গেছে, লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ডেসকো লিঃ, ওয়েস্টার্ন মেরিন, যমুনা অয়েল, আরএসআরএম স্টিল, কেয়া কসমেটিক্স, অলিম্পিক ইন্ডাঃ, এমজেএল বিডি, বরকতউল­াহ ইলেকট্রনিক্স, বেক্সিমকো লিঃ ও বাংলাদেশ বিল্ডিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, বেক্সিমকো ফার্মা, আরএসআরএম স্টিল, সোনালী আঁশ, বেক্সিমকো লিঃ, সাইফ পাওয়ার, ন্যাশনাল পলিমার, আল-হাজ্ব টেক্সটাইল, প্রিমিয়ার সিমেন্ট, শাহাজীবাজার পাওয়ার ও রহিম টেক্সটাইল।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এক্সিম ১ম মি. ফা., কেপিপিএল, সুহৃদ টেক্সটাইল, কেয়া কসমেটিক্স, তাল­ু স্পিনিং, মেঘনা পিইটি, দুলামিয়া কটন, ইবিএল এনআরবি মি. ফা., সমতা লেদার ও পেনিনসুলা চিটাগাং।