ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শ্রমজীবীদের খাদ্য সহায়তা দিল মীর গ্রুপ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৯ মে ২০২১

করোনা পরিস্থিতিতে গত বছরের ন্যায় এবারও স্বল্পআয়ের শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে মীর গ্রুপ।

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়ার নিকট শ্রমজীবীদের জন্য ১০ মেট্রিক টন চাল হস্তান্তর করা হয়।

মীর গ্রুপের চিফ রিলেশনশিপ অফিসার মো. রফিকুল ইসলাম উপস্থিত থেকে এই চাল হস্তান্তর করেন।

তিনি বলেন, করোনার কারণে সৃষ্ট সমস্যা লাঘবে মীর গ্রুপ সব সময় সমাজের অসহায় এবং অবহেলিত মানুষের পাশে আছে। ভবিষ্যতেও মীর গ্রুপের পক্ষ থেকে এই সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মীর গ্রুপের মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার সৈয়দ মিরাজ আহসান, তারেকুর রহমান এবং লজিস্টিকসের সিনিয়র ম্যানেজার নাজমুল হুদা।

জেডএইচ/এমকেএইচ