ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সহযোগী কোম্পানি গঠন করবে ইউসিবিএল

প্রকাশিত: ০৬:২১ এএম, ৩০ নভেম্বর ২০১৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) একটি সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) নামে  মোবাইলে আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে ইউসিবিএল এ সহযোগী কোম্পানি গঠন করবে। প্রাথমিকভাবে সহযোগী কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ৫ কোটি টাকা। যার  ৫১ শতাংশ শেয়ার থাকবে ইউসিবিএলের।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে , সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সহযোগী কোম্পানিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির এ ব্যাংকটি ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/জেডএইচ/পিআর