ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪ শতাংশ

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৯ নভেম্বর ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ১৪ শতাংশ বেশি। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও প্রধান সূচক দুটোই কমেছে।
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরীয়া সূচক ডিএসইএস  দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৭ কোটি টাকা বেশি।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি টাকা।  লেনদেন হয়েছে মোট ৩১২ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত আছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স দশমিক ৪৯ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত আছে ৩০টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৫ লাখ টাকা।

এসআই/এএইচ/পিআর