আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফেরদৌস
দেশের বৃহত্তম প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিক্স ও ফার্নিচার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। মঙ্গলবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাশেদুর রহমান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ফেরদৌস আগামী এক বছর আরএফএল এর বিভিন্ন পণ্যের প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাশেদুর রহমান জানান, বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌস এর অসামান্য ভূমিকা রয়েছে। গ্রাম-শহর সব অঞ্চলের সব শ্রেণির দর্শকের কাছে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় নায়ক। ফেরদৌসকে আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
তিনি আশা প্রকাশ করেন বলেন, আরএফএল এর শিল্প ও কৃষি পণ্যগুলি সকলের কাছে জনপ্রিয় করতে চিত্রনায়ক ফেরদৌস বিশেষ ভূমিকা রাখবেন।
ফেরদৌস বলেন, আরএফএল এর সকলপণ্য বাংলাদেশের সব জায়গাতে ব্যাপক জনপ্রিয়। আরএফএল এর মতো একটি ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমিও অত্যন্ত আনন্দিত। আমি চেষ্টা করব আরএফএল ব্র্যান্ডের গুরুত্বকে সকলের মাঝে পৌঁছে দিতে, ফলে এর পণ্যগুলি ব্যবহারে যেন সকলে উৎসাহিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সেক্রেটারি মো. আমিনুর রহমান, হেড অফ মার্কেটিং চৌধুরী ফজলে আকবর, ব্র্যান্ড ম্যানেজার নাজমুল হক এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চিত্রনায়িকা মৌসুমীও আরএফএল এর ব্র্যান্ড আ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।