মঙ্গলবার ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কিছুটা কমেছে। এদিন মোট ৩০৩ টি কোম্পানির ১৫ কোটি ৫২ লক্ষ ৮১ হাজার ৪১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬৬৮ কোটি ৭৭ লাখ ৮৩ হাজার ২৫৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ৯৯ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ২০ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৪ দশমিক ৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২২ দশমিক ৭৬ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৮.৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৬ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূত্র বলছে, লেনদেনকৃত ৩০৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, ওয়েস্টার্ন মেরিন, পেনিনসুলা টেক্সটাইল, কেয়া কসমেটিক্স, সাইফ পাওয়ার, ডেসকো লিঃ, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন ও শাহাজীবাজার পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, সোনালি আঁশ, সুহৃদ টেক্সটাইল, বরকতউলাহ ইলেকট্রনিক্স, হাক্কানী পাম্প, ওরিয়ন ইনফিউশন, এফএএস ফাইন্যান্স, পেনিনসুলা টেক্সটাইল, সিভিও পিআরএল, ইবিএল এনআরবি মি. ফা.ও কাশেম ড্রাইসেল।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, তালু স্পিনিং, সাইফ পাওয়ার, ফু-ওয়াং সিরামিকস, আজিজ পাইপস, মডার্ন ডাইং, ওয়েস্টার্ন মেরিন, আনোয়ার গ্যালভানাইজিং, স্টাইলক্যাফট, হাওয়া ওয়েল টেক্সটাইল ও এটলাস বাংলা।