ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৪ এপ্রিল ২০২১

লকডাউনের মধ্যে সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে দেশের ব্যাংকগুলো।

ক্রম অবনতিশীল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে রোববার (৪ এপ্রিল) সাতদিনের লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বিষয়টি উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এছাড়া, এ সময় সব সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস-আদালত ও বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা-নেয়া করতে পারবে। শিল্প-কারখানা ও নির্মাণ কার্যক্রম চালু থাকবে। শিল্প-কারখানার শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেয়া করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এসএস/এমএস