ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিডায় যুক্ত হলো ডিএসসিসির ট্রেড লাইসেন্স সেবা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৬ মার্চ ২০২১

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত হয়েছে আরও একটি সেবা। তা হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘ট্রেড লাইসেন্স প্রদান’। ফলে বর্তমানে ওএসএস পোর্টালের মাধ্যমে বিডা ১২টি সংস্থার মোট ৪২টি সেবা প্রদান করছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিডায় ‘ট্রেড লাইসেন্স প্রদান’ সেবার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

এ সময় মেয়র বলেন, ‘এখন থেকে যথাযথ কাগজপত্র পাঠিয়ে ও অনলাইনে নির্ধারিত ফি প্রদান করে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স পাওয়া যাবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং ইজ অব ডুইংয়ে (EODB) আমাদের উন্নয়ন ঘটবে।’

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স প্রদান সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আরও দ্রুত সেবা পাবেন।’

পিডি/বিএ/জিকেএস