ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হলি ফ্যামিলির কোয়ারেন্টাইন খাতে ৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২২ পিএম, ১৫ মার্চ ২০২১

করোনাভাইরাস পরিস্থিতিতে কোয়ারেন্টাইন এক্সপেন্স খাতে হলি ফ্যামিলি হাসপাতালের জন্য ৫ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের (বাজেট শাখা) সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল সই করা এ সংক্রান্ত একটি চিঠি অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে ২০২০-২১ অর্থবছরে সচিবালয় অংশে কোয়ারেন্টাইন এক্সপেন্স খাতে বরাদ্দ ১০০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে ৫ কোটি ৭ লাখ ৯২ হাজার ৬১১ টাকা পুনঃউপযোজনের সম্মতি দিতে অনুরোধ করা হয়।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ারেন্টিন এক্সপেন্স খাতে ১ কোটি টাকা চাহিদার পরিপ্রেক্ষিতে ৫০ লাখ টাকা এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ৯৯ লাখ ৯১ হাজার ৯৪৭ টাকা চাহিদার পরিপ্রেক্ষিতে ৩৩ লাখ ৩০ হাজার ৬৪৯ টাকা বরাদ্দের অনুরোধ করেছে স্বাস্থ্য বিভাগ।

আইএইচআর/এসএস/জেআইএম