ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ

প্রকাশিত: ০৫:২৪ এএম, ২২ নভেম্বর ২০১৫

কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আজ রোববার যথা সময়ে শুরু হয়নি। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার নিয়ম থাকলেও আধা ঘণ্টা পর ১১টায়ও লেনদেন শুরু করতে পারেনি ডিএসই।

লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জাগো নিউজকে জানান, কারিগরি ত্রুটির কারণে যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি। কারিগরি ত্রুটি সমাধানে ডিএসইর আইটি বিভাগ কাজ করছে। ত্রুটিমুক্ত হলেই ডিএসইতে লেনদেন চালু হবে। সকাল সাড়ে ১১টায় লেনদেন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথা সময়ে লেনদেন শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৪ ও ২৫ মে,  ১২ আগস্ট ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন যথাসময়ে শুরু করতে পারেনি। গত বছরের এপ্রিলেও ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল।

এসআই/জেডএইচ/এমএস