ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কর অবকাশ সুবিধা পেল মেয়র হানিফ ফ্লাইওভার

প্রকাশিত: ০৩:০৭ এএম, ১০ নভেম্বর ২০১৪

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারকে  কর অবকাশ সুবিধা দিল এনবিআর। আগামী ১৫ বছরের জন্য এ সুবিধা ভোগ করবে তারা। এর ফলে ফ্লাইওভারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে আগামী ১৫ বছর কর দিতে হবে না। তবে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল করতে হবে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে বোর্ড মিটিংয়ে সব উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ছাড়াও মোবাইল অপারেটরদের কাছ থেকে ২জি লাইসেন্স নবায়নের স্পেকট্রাম চার্জের তৃতীয় কিস্তির বিপরীতে ২৬৯ কোটি টাকা এবং রেভিনিউ শেয়ারিংয়ের হিসাবে দেওয়া অর্থের বিপরীতে ২৪৪ কোটি টাকা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের পর তাদের পরিবারের সদস্যদের গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস নবায়নের ওপর আদায় করা অগ্রিম আয়কর (উৎসে) অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার কর্তৃপক্ষ কর অবকাশ সুবিধার জন্য আবেদন করে। পরে যাচাই-বাছাইয়ের পর বিনিয়োগ বোর্ডের নীতিমালা অনুসরণ করে পাওয়ার সেক্টরের ন্যায় তাদের কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২১ জুন বিল্ট অন অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওওটি) পদ্ধতিতে ফ্লাইওভারটি নির্মাণের জন্য ডিসিসি ওরিয়ন গ্রুপের সঙ্গে একটি চুক্তি করে। পরে তত্ত্বাবধায়ক সরকার চুক্তিটি বাতিল করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফ্লাইওভারের নির্মাণকাজ আবার ওরিয়নকেই দেওয়া হয়। গত বছরের ১০ অক্টোবর ২৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভারটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।