ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এডিবির সঙ্গে ঋণ চুক্তি সই

প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

বিদ্যুৎ আমদানিতে দক্ষতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে বাংলাদেশ সরকারের ১২ কোটি ডলারের ( প্রায় সাড়ে নয়শ’ কোটি টাকা) একটি চুক্তি সই হয়েছে। এর মধ্যে সাড়ে ৩ কোটি ডলার সহজ শর্তে ঋণ। এই অর্থ বাংলাদেশ-ভারত গ্রিড আন্তঃসংযোগের বিদ্যমান ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অতিরিক্ত ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করা করার জন্য ব্যবহার হবে।

বৃহস্পতিবার সাড়ে ৪টায় শেরেবাংলা নগরে এনইসি-২ সম্মেলন কক্ষে চুক্তিটি সই করা হয় ।

অথনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি এতে সই করেন।

কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বাংলাদেশ-ভারত ইলেকট্রিক্যাল গ্রিড প্রকল্পে তিন বছরে ১৮ দশমিক ৩ কোটি ডলার ব্যয় হবে। এর মধ্যে ১২ কোটি ডলার দেবে এডিবি বাকি অর্থ সরকার বহন করবে। প্রকল্পের আওতায় ভেড়ামারা-ঈশ্বরদী উপজেলায় ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এছাড়া ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে। এডিবি ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে শোধ করতে হবে।

এসএ/একে/পিআর