ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশের সহযোগিতা চায় ভারত : মাতলুব

প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

ভারতের শিলংয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নর্থ ইস্ট কানেকটিভিটি সামিট শেষে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকেলে দেশে ফিরে তামাবিল স্থলবন্দরে প্রতিনিধি দলের প্রধান এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সীমান্তবর্তী সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের উন্নয়নে আঞ্চলিক সংযোগ স্থাপনে উদ্যোগী হয়েছে তারা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেভেন সিস্টারের উন্নয়নে ভারত বাংলাদেশের সহায়তা চেয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার ব্যাপারে আশ্বস্থ করেছি।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ সহজতর করার জন্য শিলং-সিলেট এবং গৌহাটি-সিলেট ফ্লাইট চালু করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। সম্মেলনে এসব রাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নৌ, রেলওয়ে ও সড়ক পরিবহনের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সিলেটের সীমান্ত দিয়ে ভারতের সাত রাজ্যে পণ্য আমদানি ও রফতানির পথ সুগমসহ আঞ্চলিক বাণিজ্য বাড়াতে সব দেশের মধ্যে আন্তঃসংযোগের বিষয়ে সম্মেলনে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি জানান, সম্মেলনে পাথর আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয় উল্লে­খ করে বাংলাদেশ ও ভারত উভয়দেশের রাজস্ব আয়ের লোকসানের দিক তুলে ধরা হয়েছে। শিগগিরই পাথর ও চুনাপাথর পুনরায় রফতানি করার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক শামীম আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন কিবরিয়া, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মাসুদ আহমেদ চৌধুরী, এনামুল কুদ্দুছ চৌধুরী, হিজকিল গুলজার, তামাবিল কয়লা, পাথর ও চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

এরআগে গত রোববার দুপুরে নর্থ ইস্ট কানেকটিভিটি সামিটে যোগ দিতে ভারতের শিলংয়ে যায় বাংলাদেশের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ নেতৃত্বে রোববার বেলা আড়াইটায় ভারতের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে ১৩ সদস্যের প্রতিনিধি দল।

গত সোম ও মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত দু’দিনব্যাপী সম্মেলনে যোগ দেবেন তারা।

ছামির মাহমুদ/এমএএস/আরআইপি