ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

প্রাইম ব্যাংক ও অ্যাকশন ইন ডেভেলপমেন্টের ঋণ চুক্তি

প্রকাশিত: ১০:৩২ এএম, ১৫ নভেম্বর ২০১৫

কৃষকদের আর্থ সামাজিক উন্নয়ন তথা ফসল চাষাবাদ, গবাদি পশু পালন, মৎস্য চাষ, দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ৪ কোটি টাকার একটি কৃষি ঋণ চুক্তি স্বাক্ষর করেছেন প্রাইম ব্যাংক ও অ্যাকশন ইন ডেভেলপমেন্ট। সম্প্রতি প্রাইম ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং অ্যাকশন ইন ডেভেলপমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক লিমিটেড এর উপব্যবস্থাপনা পরিচালক- মো. তৌহিদুল আলম খান ও সৈয়দ ফরিদুল ইসলাম, যশোর শাখার ব্যবস্থাপক এ বি এম হাবিবুর রহমান, অ্যাগ্রিকালচার সাপোর্ট এবং গ্রিন ব্যাংকিং ডিভিশন-এর প্রধান মো. এমদাদ হোসেন ও অ্যাকশন ইন ডেভেলপমেন্ট-এইড এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/আরআইপি