ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দুধ উৎপাদন করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের দেশে দুধের চাহিদা ব্যাপক রয়েছে। তাই সারাদেশে দুগ্ধ সমিতি ছড়িয়ে দেয়া হবে।

শনিবার রাজধানীর তেজগাঁও মিল্ক ভবনে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে বছরে দরকার ১৪ বিলিয়ন লিটার দুধ। আমাদের দেশে উৎপাদন হয় মাত্র ৬ বিলিয়ন লিটার। আর ৮ বিলিয়ন লিটার আমরা বাইরে থেকে আমদানি করি। এখাতে আমাদের ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়।

তিনি আরো বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে যেটা এখান থেকেই আয় করা সম্ভব। সমবায়ীরা এই সুযোগ গ্রহণ করতে পারে।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য রাখেন।

একে/আরআইপি