দ্বার খুলছে হোটেল লা ম্যারিডিয়ানের
ঢাকায় দ্বার খুলছে হোটেল লা ম্যারিডিয়ানের। আগামী রোববার এক জমকালো আয়োজন আর আনুষ্ঠানিক অতিথি অ্যাপায়নের মাধ্যমে হোটেলটি দেশি-বিদেশি অতিথিদের জন্য উন্মুক্ত হচ্ছে। হোটেলটির উদ্বোধন নিয়ে কথা হয় লা ম্যারিডিয়ান হোটেলের বিপনন যোগাযোগ ব্যবস্থাপক জেরিন সুলতানা লোপার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, অতিথিদের জন্য আনুষ্ঠানিক ভাবে দ্বার খুলছে লা ম্যারিডিয়ানের।
জেরিন সুলতানা লোপা আরও বলেন, দীর্ঘদিন দেশে পাচ তারকা হোটেল হয়নি। দেশি-বিদেশি অতিথিদের যোগাযোগের সুবিধা বিবেচনা করে আমাদের লোকেশন নির্বাচন করেছি। আশা করি, আমাদের আতিথিয়েতা ভালো লাগবে।
কেন লা ম্যারিডিয়ানে যাবেন অতিথি -এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, লা ম্যারিডিয়ানে থাকার জন্য করা হয়েছে ৩০৪টি আধুনিক ধাচের কক্ষ। যাতে প্রায় ৬০৮ জন অতিথি থাকতে পারবেন। তথ্যপ্রযুক্তির সব সুবিধা তো থাকছেই। আর খাবার তৈরির জন্য ইতালি, ভারত, ফ্র্যান্স, সৌদি আরব থেকে শেফ আনা হয়েছে। তাদের তৈরি করা বিভিন্ন মজাদার খাবারও নিশ্চয়ই ভোজন রকিসরা পছন্দ করবেন।
জানা গেছে, ১৬তলা ভবনে করা হয়েছে হোটেলটি। এতে মিটিং ও ইভেন্টসের জন্য রয়েছে ৯টি স্পেস। রয়েছে ডেইলি ট্রিট-এর ব্যবস্থা। যেখানে অতিথিরা যেকোনো সময় গিয়ে খেতে পারবেন।
জানা যায়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য মিলিয়ে বিশ্বের ৫০টি দেশে শতাধিক হোটেল রয়েছে লা ম্যারিডিয়ানের। আর এর বিনিয়োগকারী ব্র্যান্ড স্টারউড হোটেল লিমিটেডের রয়েছে ১১শ’ এর মতো হোটেল।
এসএ/আরএস/পিআর