ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিজয় দিবসে সারাদেশে মাস্ক বিতরণ করল ইয়ামাহা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০

বিজয় দিবসে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করেছে মোটরসাইকেলের অন্যতম ব্র্যান্ড ইয়ামাহা।

‘মাস্ক রাখবে নিরাপদ তোমাকে, আমাকে, সবাইকে’ এই স্লোগানে গত বুধবার (১৬ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মাস্ক বিতরণ করেছে কোম্পানিটি।

ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর বিলকিস মনসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় সরকার মাস্ক ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এর ধারাবাহিকতায় ইয়ামাহার সময়োপযোগী এই আয়োজন। দেশব্যাপী এই আয়োজনে ইয়ামাহা বাংলাদেশের কর্মকর্তারা ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা অংশ নেন।

এসিআই মোটরস ইয়ামাহা মোটরসাইকেলের ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭২টির বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।

এসজে/এমএস