ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

লোকসানে গোল্ডেন সন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৭ এএম, ০৭ ডিসেম্বর ২০২০

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন লোকসান করেছে। গতবছরও কোম্পানিটি লোকসানে ছিল।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ২৪ পয়সা।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও কমেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৯১ পয়সা, যা ২০২০ সালের জুন শেষে ছিল ২০ টাকা ৩ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৩৫ পয়সা।

এমএএস/বিএ/জেআইএম