ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আইসিএসবি পুরস্কার পেলো ‘প্রাণ’

প্রকাশিত: ০৪:১৯ এএম, ১১ নভেম্বর ২০১৫

প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার স্বীকৃতি স্বরূপ ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) পুরস্কার পেয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ)।

মঙ্গলবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্পোরেট গভার্নেন্স এক্সসিলেন্স ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৪ পুরস্কার প্রদান করে।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন এএমসিএল-প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা।

প্রসঙ্গত, প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ প্রাতিষ্ঠানিক সংস্কৃতি প্রতিষ্ঠায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ১০টি খাতের ২৮ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে আইসিএসবি। খাদ্য ও খাদ্যজাত প্রতিষ্ঠানের মধ্যে রৌপ্য পদক পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ)। এ খাতের স্বর্ণ পদক পেয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ড্রাসট্রিজ লিমিটেড।

পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৮টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। ‘এ’ ক্যাটাগরির এএমসিএল-প্রাণ ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

muhit2
উল্লেখ, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে জুরি বোর্ড কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার মান নিরূপণ করে পদক প্রদানের জন্য মনোনীত করা হয়। আইসিএসবি এ অ্যাওয়ার্ড প্রদানের জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান  ড. এ বি মির্জা আজিজুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে। এ বোর্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত বিধিমালার ওপর ভিত্তি করে ১৫৫টি তালিকাভুক্ত কোম্পানির হিসাব ও বার্ষিক প্রতিবেদন যাচাই করে ১০ ক্যাটাগরিতে এ পুরস্কারের জন্য মনোনিত করে।

আইসিএসবির সভাপতি আসাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েততুল্লাহ আল মামুন। এসময় পুরস্কার প্রাপ্ত কোম্পানি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এআরএস/আরআইপি

আরও পড়ুন