ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

করোনায় ক্ষতিগ্রস্ত আরও ৬ হাজার পরিবারকে প্রাণ-আরএফএলের সহায়তা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০২ ডিসেম্বর ২০২০

করোনায় ক্ষতিগ্রস্ত আরও ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।

সম্প্রতি গ্রুপের পক্ষ থেকে খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুমিল্লা এবং নোয়াখালীতে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি, লন্ড্রি সোপ এবং বাথ সোপ। এছাড়া সুরক্ষা সামগ্রী হিসেবে দেয়া হয় সার্জিক্যাল মাস্ক।

jagonews24

প্রাণ-আরএফএল গ্রুপের এ উদ্যোগের সঙ্গে ছিল বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি ব্যাংক। বিতরণে সহায়তা করে রেড ক্রিসেন্ট সোসাইটি।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেক পরিবার অসহায় জীবনযাপন করছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘পাশে আছি বাংলাদেশ’ প্লাটফর্মের আওতায় আমরা এসব পরিবারকে সহায়তা করে আসছি, যা আগামীতেও অব্যাহত থাকবে।

দেশের যেকোনো দুর্যোগে ‘পাশে আছি বাংলাদেশ’ প্লাটফর্মের আওতায় অসহায় ও দুস্থদের সহায়তা করে আসছে প্রাণ-আরএফএল গ্রুপ।

jagonews24

চলতি বছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে উপার্জনের পথ হারিয়ে বিপাকে পড়ে অনেক অসহায় পরিবার। তাদের সহায়তার জন্য এই ক্যাম্পেইনের অধীনে মার্চের শেষ সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে প্রাণ-আরএফএল গ্রুপ খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। এখন পর্যন্ত গ্রুপের পক্ষ থেকে প্রায় ৭০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এফআর/এমকেএইচ