মাস্ক ব্যবহার নিশ্চিতের অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের বিস্তাররোধে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে মাস্ক ব্যবহার নিশ্চিতের অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের বিস্তাররোধে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। অনেকক্ষেত্রে মাস্ক ব্যবহারে শিথিলতা দেখা যাচ্ছে। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
এমতাবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে করোনার বিস্তাররোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি সব বাণিজ্যিক সংগঠন/প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং এর অধীনস্ত সব অ্যাসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার/যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সমিতি, ফাউন্ডেশন, গ্রুপ ও ফোরামগুলোতে কর্মরত সদস্যদের মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ওই নির্দেশনায়।
আরএমএম/এআরএ/এমএস