ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৬ নভেম্বর ২০১৪

গ্রাহকের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সকল শাখা ও এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে শাখা ও বুথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, গ্রাহকদের সুষ্টু ও স্বাভাবিক আর্থিক লেনদেনের স্বার্থে ব্যাংকের শাখাগুলোতে ও এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখতে হবে। একই সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনাতে নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।