ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আয়কর হয়রানি : এনবিআরের সঙ্গে আলোচনায় বসছে এফবিসিসিআই

প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

কর ব্যবস্থায় নানা সমস্যা ও হয়রানির কথা তুলে ধরতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবআর) সঙ্গে মতবিনিময় সভায় বসছে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। সোমবার( ৯ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হবে।

এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সূত্র জানায়, এফবিসিসিআই’র আওতাভূক্ত সকল চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রধানরা এ মতবিনিময় সভায় নিজেদের সমস্যা উপস্থাপন করবেন। তারা এনবিআরের কাছে দেশব্যাপি ব্যবসা বাণিজ্য পরিচালনায় কর ও ভ্যাট প্রদানের ক্ষেত্রে তাদের যাবতীয় সমস্যা তুলে ধরবেন।

এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ এ বিষয়ে জাগো নিউজকে বলেন, মতবিনিময়ের মাধ্যমে দেশের ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে কর ব্যবস্থাকে আরো সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানানো হবে। এছাড়া চলতি অর্থবছরের বিশাল আকারের বাজেটে রাজস্ব লক্ষমাত্রা আদায়ের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

তিনি আরো জানান, আগামীতে নতুন একটি ভ্যাট আইন করার চিন্তা করছে সরকার। কিভাবে এ আইনটি করলে সকল পক্ষের জন্য মঙ্গলজনক হবে তা নিয়েও আলোচনা হবে।

এসআই/এএইচ/আরআইপি