ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

হোম ফেস্ট শুরু শুক্রবার থেকে

প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৫ নভেম্বর ২০১৫

হোম ডেকোরেশন এক্সপো আয়োজন করতে যাচ্ছে উইন্ডমিল ইনিশিয়েটিভ। শুক্রবার থেকে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দু` দিনব্যাপী এই আয়োজন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা ৬ ও ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’-এ ৩টি বিভাগে ১৭টি মডেল রুম প্রদর্শন করা হবে। যা ইন্টেরিয়র ডিজাইনের নানা উপাদান দিয়ে সাজানো থাকবে। আয়োজনের সঙ্গে থাকছে ব্র্যাক ব্যাংক, সুপার স্টার গ্রুপ (এসএসজি), আড়ং, বার্জার, অ্যাম্বার বোর্ড, আকতার ফার্নিচার ও টাপারওয়্যারসহ দেশের অন্যান্য ব্র্যান্ড। হোম ফেস্টে ওই সব প্রতিষ্ঠানের স্টল থাকবে।

যেখানে প্রতিষ্ঠানগুলো তাদের নানা পণ্য ও সেবার দিক তুলে ধরে এবং ক্রেতাদের কেনা কাটায় নানার রকম সুবিধা প্রদান করবে।

ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে, ৫ জন এক্সপার্ট জাজের নির্বাচনে বাংলাদেশের সৃজনশীল তরুণ ইন্টেরিয়র ডিজাইনারদের খুঁজে বের করা হবে। তাদের চূড়ান্ত নকশার আদলেই বানানো হবে বিভিন্ন সাইজ ও ডিজাইনের বেড রুম, ড্রইং রুম, ডাইনিং রুম, কিচেনরুম, কিডজ রুম ও বাথরুম। সেরা ডিজাইনার পাবেন নগদ ৩ লাখ টাকা পুরস্কার।

হোম ফেস্ট ঢাকা ২০১৫’ নিয়ে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম বলেন, ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজনীয় বিভিন্ন অনুসঙ্গ খুঁজে পেতে আমাদের বিভিন্ন স্থানে যেতে হয়। তাই সবাইকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসার জন্যই আমাদের এই আয়োজন।

এসকেডি/আরআইপি