ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেষ দিনও পতন ধারায় চলছে লেনদেন

প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৫ নভেম্বর ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সূচকের পতনে দিনের লেনদেন শুরু হলেও ১১টার পর ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যায়। কিন্তু ১১টা ১৭ মিনিটের পর আবারও পতন ধারায় বাজার।

লেনদেনের দুই ঘণ্টা পর দুই স্টক এক্সচেঞ্জেই সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।

এর আগে গত সপ্তাহ থেকে টানা পাঁচ কার্যদিবস ধারাবাহিক দর পতনের পর সোমবার ও মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। কিন্তু তার একদিন পর বুধবার আবারও বড় দরপতন হয়।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় বেলা সাড়ে ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১১ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১৬১ কোটি ৩৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০ কোটি টাকা।

এসআই/একে/পিআর