অ্যামাজনের প্রায় ২০ হাজার কর্মী করোনায় আক্রান্ত
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে অ্যামাজনের প্রায় ২০ হাজার কর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দেশব্যাপী ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেয়ার কাজের সময় কর্মীদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা না করায় প্রবলভাবে সমালোচিত হয় অ্যামাজন। করোনা পরিস্থিতিতে ঘরে ঘরে পণ্য পৌঁছে দেয়ায় তাদের প্রয়োজনীয়তা বাড়ে বহুগুণ।
একটি ব্লগ পোস্টে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন জানিয়েছে, অসুস্থ কর্মীদের তালিকায় তাদের মুদি দোকানের চেইন হোল ফুড মার্কেটের কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছে।
পোস্টে বলা হয়েছে, চলতি বছরের ১ মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৯ হাজার ৮১৬ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। যেটা করোনা সময়কালে অ্যামাজন নিযুক্ত ১৩ লাখ ৭২ হাজার সম্মুখসারীর কর্মীদের প্রায় ১.৪৪ শতাংশ।
অ্যামাজনের মুখপাত্র কেলি চিজম্যান জানান, এ সংখ্যায় সংস্থাটির ডেলিভারি চালকদের অন্তর্ভুক্ত করা হয়নি, তারা সাধারণত চুক্তিবদ্ধ শ্রমিক। এখানে শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্ত অ্যামাজনের কর্মীদের কথা উঠে এসেছে। যারা এ সময়ে অ্যামাজনের কাজ ছেড়ে দিয়েছেন তারাও এই তালিকায় আছেন।
যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্ত প্রায় ৭৫ লাখ। এদের মধ্যে দুই লাখ ১২ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
এএইচ/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠান লে-অফ ঘোষণা
- ২ ৫ মাসে এক টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩ মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে এমওইউ সই
- ৪ বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি
- ৫ ৩ বছরে দারিদ্র্যসীমার নিচে দেশের আরও সাড়ে ৭৮ লাখ মানুষ