ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

প্রকাশিত: ১০:০৪ এএম, ০৩ নভেম্বর ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমান। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার  ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর  মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৮ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৩২০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ২৯০ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৪৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকা।

এসআই/এআরএস/পিআর