ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কারণ ছাড়াই বাড়ছে মিরাকেলের শেয়ার দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

এক সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম বেড়েছে ১২ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এ কারণে শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পিছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এ জন্য রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- মিরাকেলের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

ডিএসই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ২ সেপ্টেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। এর জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ আগস্ট মিরাকেলের প্রতিটি শেয়ার দাম ছিল ১৯ টাকা। যা টানা বেড়ে ২ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৩১ টাকায়। এর প্রেক্ষিতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়।

শেয়ারের এমন দাম বাড়লেও ডিএসই’র মাধ্যমে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যবসা করে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১ টাকা ২৫ পয়সা।

এমএএস/এসএইচএস/পিআর